সিলেট ব্যুরো:
সিলেটে অনলাইন জুয়ায় হেরে ঋণ থেকে বাঁচতে নিজেকে খুনের নাটক সাজিয়েছেন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তার। গত শনিবার সন্ধ্যায় নরসিংদী থেকে তাকে গ্রেফতার করে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ।
রোববার (২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, নাহিদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। ফলে তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। তা থেকে বাঁচতে প্রথমে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি এবং পরে নিজেকে হত্যার নাটক সাজান। এ জন্য ক্যামিকেল দিয়ে তৈরি রক্ত সদৃশ পদার্থ নিজ কক্ষে ফেলে যান নাহিদ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ এসব তথ্য স্বীকার করেছে।
পুলিশ সুপার জানান, তথ্য গোপন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইউএইচ/