ডাক্তার বুলবুলকে ছুরিকাঘাত করা আসামি রিপন গ্রেফতার

0
2


নিহত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল (ফাইল ছবি)।

রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুল হত্যার ঘটনায় প্রধান আসামি মো. রিপনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি জানান ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

এসময় তিনি জানান, দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহতের ঘটনায় প্রধান আসামি মো. রিপনকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের দেওয়া জবানবন্দিতে তারা জানিয়েছিল, চিকিৎসক বুলবুলকে কাজীপাড়ায় পথরোধ করে ছিনতাই করার সময়ে ধস্তাধস্তির একপর্যায়ে রিপন তার উরুতে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় ডাক্তার বুলবুলকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডাক্তার বুলবুল হত্যার ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ঘাতক রিপন। গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী।

/এডব্লিউ