কুমিল্লায় সুন্দর নির্বাচন উপহার দেয়ায় কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী

0
3


কুমিল্লা সিটিতে সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় নৌকার প্রার্থী জয়লাভ করায় কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মনিরুল হক সাক্কু ভোট ভালো হয়েছে বলে স্বীকার করেছেন। ফখরুল সাহেবের কথায় কিছু আসে যায় না। পরাজিত প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এতো অল্প ভোটের ব্যবধানে হারলে মানা কঠিন। তাই তিনি আদালতে যাওয়ার কথা বলেছেন।

এসময় হাছান মাহমুদ আরও বলেন, বাহাউদ্দিন বাহার ওই এলাকার ভোটার, তাকে এলাকা ছাড়তে বলা ইসির ঠিক হয়নি। নৌকার প্রার্থীর ওপর খবরদারি বেশি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

/এডব্লিউ