পৌর কাউন্সিলর উপর মিথ্যা মামালা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে মানবন্ধন

0
6

শাহরিয়ার খাঁন সাকিব: মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজার পৌর কাউন্সিলবৃনন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ শে ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জেলা কৃষকলীগ এর সভাপতি জমসেদ আহমদ এর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান, , ইউপি সদস্য শাহেদ আহমদ, সমাজসেবক শাহজাহান আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান প্রমুখ।

এসময় বক্তারা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।