কাতারে বিশাল নার্সারি-র মালিক কুলাউড়ার সন্তান আব্দুল করিম

0
5
নার্সারি

মরু বিস্তৃত ধনী রাষ্ট্র কাতার। অট্টালিকার পর অট্টালিকা,অত্যাধুনিক স্থাপনা আর আভিজাত্যের অনন্য এক আরবভুমিতে সবুজের আয়োজন সবচেয়ে দামী। দারুণ লাভজনক আর সম্ভাবনাময় এ বাণিজ্য নিয়ে এগিয়ে এসেছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান আব্দুল করিম।

কাতারের রাজধানী দোহা শহর থেকে একটু দূরে মাইজার গ্রামে মরুভুমির মাঝে অবস্থিত তার এই বিশাল নার্সারি।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে রকমারি গাছ এনে প্রদর্শিত করা হচ্ছে এখানে। যেখানে রয়েছে বিদেশী বড় বড় গাছ থেকে শুরু করে ছোট ছোট ফুল গাছ পর্যন্ত।

পাঁচ-সাত বছর আগেও আব্দুল করিম নেদারল্যান্ডের একটি নার্সারি কোম্পানিতে কাজ করতেন। এর পর তিনি নিজেই নার্সারি তৈরির পরিকল্পনা করেন এবং বিশাল এই নার্সারি তৈরি করতে সক্ষম হন।

এখানে কর্মসংস্থানও হয়েছে বহু সংখ্যক প্রবাসী বাঙালির।

এই বাণিজ্যে অংশ নেয়ার ক্ষেত্রে অনেক সম্ভাবনা ও অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রয়োজন শুধু কার্যকর যোগাযোগ।


শীতের শেষে মশার উপদ্রবে আতঙ্কে রাজধানীবাসী


Connect with us on Facebook : Amramoulvibazari