বাইক চালানোর জন্য ফুটপাতই পছন্দ তাদের

0
3


ফুটপাতে মোটরসাইকেল চালানোর প্রবণতা কমছে না কিছুতেই বরং বাড়ছে। ফলে পথচারীদের ফুটপাতে হাঁটা যেমন দুস্কর, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক পুলিশ বলছে, নিয়মিত মামলা দিয়েও বন্ধ করা যাচ্ছে না বাইকারদের ফুটপাতে ওঠা। তাই সচেতনতা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে মত তাদের।

এমনিতেই রাজধানীর বেশিরভাগ ফুটপাত বেদখল। তার ওপর হর্ন বাজিয়ে ফুটপাতে বাইক চলকদের দৌরাত্ম্য, এতে অসহায় পথচারীরা তাহলে প্রশ্ন হচ্ছে তারা হাঁটবেন কীভাবে? মোটরসাইকেল চালকদের ফুটপাতে ওঠা ঠেকাতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে ট্রাফিক পুলিশ। এতে অন্ধ ও প্রতিবন্ধীরা তো ফুটপাতে উঠতে পারছেেই না, এমনকি সুস্থ মানুষদের হাঁটা-চলাও দায়।

এদিকে পিছিয়ে নেই প্রাইভেরকার বা রিক্সাচালকরাও। ফুটপাতকেই গাড়ি পার্কিংয়ের জায়গা বানিয়ে ফেলেছে কেউ কেউ। রাজধানী ঘুরে দেখা যায়, ফুটপাতে ওঠা মোটরসাইকেল চালকদের জরিমানার পাশাপাশি মামলাও দেয়া হচ্ছে। তবে কাজ হচ্ছে না কিছুতেই।

ডিএমপির (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান বলছেন, জরিমানার উদ্দেশ্য তাদের শাস্তি দেয়ানয়, আইন মানতে উদ্বুদ্ধ করা। তাছাড়া শুধু জেল জরিমানা করে ফুটপাতে গাড়ি চালানো বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সবার সচেতনতা। এমনিক ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করতে পাঠ্যবইয়ে ট্রাফিক আইন যুক্ত করা জরুরি বলেও মনে করেন তিনি।

/এডব্লিউ