দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

0
3


স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:

দিনাজপুর সৈয়দপুর সড়কের দরবার পূর্ণামুখ স্থানে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ মাইল থেকে রংপুরমুখী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে পিকআপের তিন যাত্রী নিহত হয়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

ইউএইচ/