ভাল নেই অমিতাভ

0
2


ছবি: সংগৃহীত

ভাল নেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার পায়ের পাতার নিচে ফোসকা পড়েছে। এ কারণে অসহ্য যন্ত্রণায় ভুগছেন বিগ বি। জানা গেছে, অমিতাভ পা মাটিতে ফেলতে পারছেন না, তার হাঁটাচলা একরকমের বন্ধ। সম্প্রতি নিজের ব্লগে এ হেলথ আপডেট শেয়ার করেছেন তিনি।

সময়টা একদমই ভাল যাচ্ছে না অমিতাভের। চলতি মাসের শুরুর দিকেই হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’-এর শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভাঙে তার। চোট সারতে বেশ সময় লাগবে এমনটা আগেই জানিয়েছিলেন। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিগ বি।

তবে সাম্প্রতিক ব্লগে অমিতাভ জানিয়েছেন, পাঁজরের চোট খুব বেশিই ভোগাচ্ছে তাকে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার ওপর নতুন সমস্যা দেখা দিয়েছে শরীরে। এ ‘যন্ত্রণাদায়ক’ পরিস্থিতি খুব জলদি কাটিয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী বিগ বচ্চন।

/এসএইচ