মানিকগঞ্জে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেংরুই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রাবেয়া বেগম অভিযুক্ত শুকুর আলীর প্রতিবেশী। দুপুরে পুর্বশত্রুতার জের ধরে মাদকাসক্ত ওই যুবক ধারালো বটি দিয়ে পেছন থেকে একাধিক কোপ দিয়ে রাবেয়ার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর সে পালিয়ে যায়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শুকুর আলীকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ টনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ইউএইচ/