‘শিরোপার লড়াই এখনও শেষ হয়নি’, চেলসি ম্যাচের আগে আর্টেটা

0
4


ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে আজ (২ এপ্রিল) রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট আর্সেনাল-চেলসি। শিরোপা রেসে ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে পড়লেও সিটিজেনদের ওপর চাপ অব্যাহত রাখতে চেলসির বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই গানারদের। এমিরেটস স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্টেটা বলেছেন, শিরোপার লড়াই এখনও শেষ হয়নি। গোল ডটকমের খবর।

প্রিমিয়ার লিগের সবশেষ চার ম্যাচের তিনটিতে ড্র আর একটিতে হেরে গিয়ে লিগ শিরোপার দৌড়ে লম্বা সময় এগিয়ে থাকার পরও এখন দুই নম্বরে আর্সেনাল। পুরো মৌসুম জুড়ে গানারদের দুর্দান্ত ফর্ম দেখিয়ে শীর্ষ স্থান ধরে রাখা আর্টেটার দল এই চার ম্যাচে পা হড়কে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। ম্যান সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে পিছিয়ে থাকা দলটির এখন শিরোপা স্বপ্ন দেখতেও জিততে হবে লিগের সবক’টি ম্যাচ। কারণ, ফর্মের তুঙ্গে থাকা ম্যান সিটি মৌসুমের এই সময়ে প্রিমিয়ার লিগে আর কোনো পয়েন্ট হারাবে, সেই সম্ভাবনাও যেন আর্টেটার চোখে ক্ষিণ।

ছবি: সংগৃহীত

চেলসির বিপক্ষে জয়টা তাই খুব করেই চায় গানাররা। সংবাদ সম্মেলনে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে মিকেল আর্তেতা বলেছেন, সামনের ম্যাচটি জিততে হবে। আমাদের করণীয় এটাই। ক্লাবে এখন জয়ের স্পৃহা ও গত ম্যাচের হতাশা-দুটোই আছে। আমাদের এখন দুইটি কাজ করতে হবে। প্রথমত, চ্যাম্পিয়নস লিগে ফেরার ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারেনি অনেকেই। কিন্তু সেটা নিশ্চিত করতে সবাই অনেক কাজ করেছে। আমাদের উচিত এই প্রাপ্তি স্বীকার করা। দ্বিতীয়ত, গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা প্রিমিয়ার লিগ জিততে পারিনি। এবার সেই সম্ভাবনা কিছুটা হলেও আছে। আমার মনে হয় লিগ শিরোপার লড়াই এখনও শেষ হয়নি। এখনও ৫টি ম্যাচ বাকি আছে। আমরা যদি সেরাটা দিতে পারি আর ভুল না করি তাহলে শিরোপা লড়াইয়ে টিকে থাকবে দল।

চেলসির বিপক্ষে আর্সেনালের অতীত রেকর্ড বেশ ভালো। দুই দলের সবশেষ ৫ মোকাবেলার ৪টি জিতেছে গানাররা। তবে ব্লুদের বিপক্ষে ম্যাচে রাইটব্যাক উইলিয়াম স্যালিবাকে যে পাচ্ছেন না আর্টেটা, সেটা এক প্রকার নিশ্চিত। সেই সাথে, ইনজুরির কারণে তাকেহিরো তোমিয়াসু আর মোহামেদ এলনেনির সার্ভিস পাবে না আর্সেনাল।

চেলসি আছে লিগ টেবিলের ১২ নম্বরে। ফর্মহীনতায় থাকা দলটির মূল সমস্যা ইনজুরি। ম্যাসন মাউন্ট আর রিস জেমস চোটের কারণে মৌসুম জুড়েই মাঠের বাইরে। সেই সাথে চোটের কারণে কুলিবালি, কুকুরেয়া, কাই হ্যাভার্জরা মিস করতে পারেন আর্সেনালের বিপক্ষে ম্যাচ।

আরও পড়ুন: ‘চার্চিল প্রধানমন্ত্রী হওয়ার আগে!’ হাল্যান্ডের রেকর্ডে গার্দিওলার বিস্ময়

/এম ই