‘সুদানে শিগগিরই সংঘাত থামানো না গেলে পালাতে বাধ্য হবেন সোয়া ৮ লাখ মানুষ’

0
4


ইউএনএইচসিআরের সহযোগী হাই কমিশনার রঊফ মাজো। ছবি : সংগৃহীত

সুদানে শিগগিরই সংঘাত থামানো না গেলে; দেশটির সোয়া ৮ লাখ মানুষ পালাতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন- ইউএনএইচসিআর। সোমবার (১ মে) এক জরুরি বৈঠকে এ তথ্য দেন সহযোগী হাই কমিশনার রঊফ মাজো। খবর রয়টার্সের।

তিনি বলেন, দুই সপ্তাহের লড়াই-সহিংসতায় সুদান ছেড়েছেন ৭৩ হাজারের বেশি মানুষ। প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন তারা। তাছাড়া বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে সরিয়ে নেয়া হয়েছে।

পালাতে বাধ্য হওয়া মানুষদের লাখ-লাখই শরণার্থী। নিজ দেশে সংকটকালে, তারা আশ্রয় নিয়েছিলেন সুদানে। যার মধ্যে দক্ষিণ সুদান ও সিরিয়ার নাগরিক বেশি।

দেশটিতে ১৫ এপ্রিল থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে মেতেছে সেনাবাহিনী এবং আধা-সামরিক বহর- আরএসএফ। এ সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১২ জন। এছাড়া আহত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। পর্যবেক্ষকরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে হবে। কারণ, দুর্গত এলাকাগুলোয় এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।

ইউএনএইচসিআরের সহযোগী হাই কমিশনার রঊফ মাজো আরও বলেন, চলমান সংঘাতে সুদান ছেড়ে পালাতে পারেন ৮ লাখ ১৫ হাজার মানুষ। তাদের মধ্যে ৫ লাখ ৮০ হাজার সুদানের প্রকৃত নাগরিক। বেশিরভাগই আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশগুলোয়। আর দক্ষিণ সুদান থেকে আশ্রিত দুই লাখ ৩৫ হাজার মানুষ ফিরছেন নিজ দেশে। সংকট সমাধানে প্রয়োজন জরুরি বিধিমালা। নাহলে নিরাপত্তা এবং মৌলিক সহায়তার ঝুঁকিতে পড়বেন সবাই।

এএআর/