ইউরোপ মহাদেশের ইতালি -তে অবৈধপথে বাংলাদেশের শ্রমিকদের যাওয়া ঠেকাতে উভয়দেশ একমত হয়েছে। সেইসাথে বৈধপথ দিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও যোগ্য কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ইতালি।
এ বিষয়ে সম্ভাব্য পরিস্থিতি ও কাঠামো কিভাবে তৈরি করা যায় তা নিয়েও উয়ভদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। গতকাল বুধবার ইতালির রোমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বুধবারের দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ইতালিতে অবস্থিত প্রায় এক লক্ষ ৪০ হাজার বাংলাদেশিদের একটি বড় অংশ ইতালির সমাজের সাথে মিশে গেছে।
অভিবাসনের বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা দৃঢ় করার পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আলোচনা করেন দুই দেশের উভয় নেতা। বৈধপথে অভিবাসন এবং অবৈধপথে অভিবাসন প্রতিহত করার জন্য একটি সম্ভাব্য আইনি গঠনপ্রণালি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে ইতালিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার জন্য একটি চুক্তি হয়েছিলো। সেই চুক্তির অনুযায়ী এর অধীনে প্রায় ১৮ হাজার বাংলাদেশি ইতালিতে গেলেও ভিসার মেয়াদ শেষে দেশে ফেরত এসেছে মাত্র ১০০ জনেরও কম কৃষি শ্রমিক।
এর পরে ২০১২ সাল থেকে এই শ্রমিক নেয়া বন্ধ করে দেয় ইতালি।
Connect with us on facebook :