ইউক্রেনের বাধা উপেক্ষা করেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পদে বসলো রাশিয়া। ১৫ সদস্যরাষ্ট্রের মতোই পালাক্রমে একমাসের জন্য দেশটি পেলো এই দায়িত্ব। খবর রয়টার্সের।
সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংস্থাটির গুরুভার ছিল মস্কোর কাছে। সেসময় পুরো বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনে দেশটি শুরু করে বিশেষ সামরিক অভিযান। তবে এবারের ধারাবাহিকতা ঠেকানোর চেষ্টা ছিল ইউক্রেনের। জেলেনস্কির পরম মিত্র হওয়া সত্ত্বেও এই ইস্যুতে ভেটো ক্ষমতার ব্যবহার এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। কেননা- বর্তমানে এমন একটি দেশ জাতিসংঘের মূল দায়িত্ব সামলাবে; যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে রয়েছে গ্রেফতারি পরোয়ানা।
এদিকে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি ন্যাবেঞ্জিয়া জানিয়েছেন, বৈশ্বিক কাঠামোয় পরিবর্তন আনার জন্য প্রস্তাব তোলা হবে। ভাঙা হবে একক দেশের দৌরাত্ম্য।
এটিএম/