বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন, আসামি প্রবাসী ও মৃত ব্যক্তিও

0
4


নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ।

নিউমার্কেট সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া এই মামলায় আসামিদের মধ্যে প্রবাসী এমনকি মৃত ব্যক্তিও রয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী কায়সার কামাল বলেন, এই মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাদের মামলার আসামি করা হয়েছে বলে দাবি তার।

এসজেড/