এটিএম মেশিন লুট করার জন্য বুলডোজার নিয়ে হাজির হলেন চোর! পরে সেই বুলডোজার দিয়ে এটিএম মেশিন ভেঙে চুরমার করে টাকার বাক্স নিয়ে গেলেন তিনি। সম্প্রতি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। কারণ চোর এটিএম মেশিন লুট করার জন্য এমন পদ্ধতি অবলম্বন করেছে যা রীতিমতো ভয়ংকর। এটিএম মেশিন লুট করার জন্য চোরেরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে থাকে। কিন্তু বুলডোজার নিয়ে এটিএম লুটের ঘটনা বিরল।
খবরে বলা হয়েছ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটারে। @DextrousNinja নামের একটি টুইটারের প্রোফাইল থেকে শেয়ার করা হয় এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক চোর প্রথমে এসে এটিএমের দরজা খুলে দেয়। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে বুলডোজারটি এটিএম মেশিনের ওপর আছড়ে পড়ে। একের পর এক আঘাত করতে থাকে সেই এটিএম মেশিনের ওপর। এরপর এটিএম মেশিনের যে বাক্সে টাকা থাকে সেই বাক্সটিকে ভাঙতে থাকে বুলডোজার। পুরো ঘটনাটি ধরা পড়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরায়।
https://twitter.com/DextrousNinja/status/1518061508567068673?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1518061508567068673%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fviral%2Fviral-video-maharashtra-thieves-used-bulldozers-to-break-atm-machine%2Farticleshow%2F91089773.cms
ইউএইচ/