সদরঘাটে লঞ্চের ধাক্কায় পা হারানো কবিরকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

0
2


আহত কবির হোসেন।

ঈদুল ফিতরের সময় সদরঘাটে লঞ্চের ধাক্কায় পা হারোনো কবির হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (১৫ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

ঈদুল ফিতরের সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা নিশ্চিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৯ জুন রিটটি করা হয়। রিটে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়। নৌ পরিবহন সচিব, বিআইডব্লিটিএর চেয়ারম্যান ও পূবালী-১২ লঞ্চের মালিকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘ধর্মীয় লেবাস’ ধরে মাদক পরিবহন, সরবরাহ করতেন বোরকা পরা নারীদের মাধ্যমে

রাজধানীর নবাবপুরে বৈদ্যুতিক পাখার দোকানে দিনমজুরের কাজ করতেন কবির হোসেন। ঈদ উদযাপন করতে স্ত্রী-মেয়েকে নিয়ে পটুয়াখালীতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্তু সদরঘাটে লঞ্চের ধাক্কায় গুরুতর আহত হন এই যুবক। কেটে ফেলতে হয় তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ।

জেডআই/