আর্জেন্টাইন খেলোয়াড় পালাসিওসের জোড়া গোলে বায়ার্নের হার

0
3


ছবি: সংগৃহীত

বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের কাছে হেরে পয়েন্ট তালিকার শীর্ষে উঠা হলো না বায়ার্ন মিউনিখের। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে দুই সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওস।

নিজেদের ঘরের মাঠ বে অ্যারেনাতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য জানায় বেয়ার লেভারকুসেন। ম্যাচের শুরুর প্রথম ১৫ মিনিটে প্রতিপক্ষের প্রবল চাপের মুখে পড়ে বায়ার্ন। তবে ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। জসুয়া কিমিখের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা।

ছবি: সংগৃহীত

তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই এলোমেলো ফুটবল খেলে সফরকারীরা। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান পালাসিওস। এরপর ৭৩তম মিনিটে আরেকটি পেনাল্টি পেয়ে জয়সূচক গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। শেষ পর্যন্ত হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

ছবি: সংগৃহীত

এই হারে দ্বিতীয় স্থানে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যেতে হচ্ছে বায়ার্নকে। ২৫ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। আট নম্বরে লেভারকুসেনের পয়েন্ট ৩৭।

/আরআইএম