দেশকে গোঁজামিল দিয়ে চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (২০ মার্চ) সকালে কাকরাইলের দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৪তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, দেশে এখন আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এ কারণে আমদানি কমেছে অনেকাংশে। পণ্যের আমদানি কমায় অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, দেশের বর্তমান যে রিজার্ভ সেটি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশকে উন্নয়নের কথা বলে পেছনের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের।
ইউএইচ/