পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হচ্ছে ভারতের শীর্ষ ব্যবসায়ী ও টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটাকে। ইতোমধ্যেই শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস-এনসিপিএতে নেয়া হয়েছে তার মরদেহ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। এরপর ওয়ারলি এলাকায় দাহ করা হবে তাকে।
শেষকৃত্যের আয়োজনে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাওসে আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিতে যাওয়ায় উপস্থিত হতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাটা গ্রুপের কর্ণধার। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালটিতে ভর্তি ছিলেন তিনি।
টাটার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজনরা।
/এমএইচ