কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ (ভিডিও)

0
3


কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৪ আরোহীর সবার। সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে প্রেসিডেন্ট গুস্তাভো এ তথ্য নিশ্চিত করেন। খবর আনাদুলু এজেন্সির।

রোববার (২০ মার্চ) স্থানীয় সময় সকালে দেশটির কুইবডো শহরে মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।দুর্ঘটনাস্থলে নিহত দুজনের মৃতদেহ খুঁজে পায় সেনাবাহিনী। বাকি মৃতদেহের খোঁজে চলছে অনুসন্ধান।

এ নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো নিহতদের পরিবারের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি ওই অঞ্চলে সরবরাহের কাজ করছিল। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায়, মাঝ আকাশে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। সেখান থেকে হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে মাটিতে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রশাসন।

এসজেড/