সাতক্ষীরায় পাঁচ টাকার জন্য ভ্যানচালকের ঘুষিতে প্রাণ হারালো কৃষক

0
3


ছবি: অভিযুক্ত ভ্যানচালক

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদরের বল্লীতে ভ্যানভাড়ার পাঁচ টাকা লেনদেনের বিরোধ নিয়ে ভ্যানচালকের ঘুষিতে মোমরেজুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৯টার দিকে বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোমরেজুল ইসলাম (৫০) মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ভ্যানচালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারে ভ্যান চালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুলের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীকে মিন্টুকে আটক করা সম্ভব হয়নি। নিহত পরিবারের পক্ষ থেকেও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/