চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দিনগত রাতে বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য দুজন হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন ও সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে আরিফ উল্লাহ চৌধুরী।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৌর সদরের মিয়ারবাজার এলাকা থেকে আবদুল গফুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়া কোর্ট রোড এলাকা থেকে হামিদ হোসাইন ও বানীগ্রামের নিজ বাড়ি থেকে আরিফ উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
এএজেড/এমকেআর/এমএস