মঙ্গলবার হঠাৎই যানজটের তীব্রতায় ভোগান্তি বেড়েছে রাজধানী ও পাশ্ববর্তী জেলাগুলোতে । আর এর কারন হিসেবে গত কয়েকদিন টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা আর অপরিকল্পিত নানা উন্নয়ন কাজের প্রভাব বলছেন ট্রাফিক নিয়ন্ত্রক সংস্থা ।
এ সময় চরম ভোগান্তিতে পরেন হাজার হাজার মানুষ । রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে গত কয়েক দিন ধরে তীব্র যানজট বেড়েছে । যা ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের টঙ্গী ব্রিজ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে কয়েক কিলোমিটার রাস্তার এই যানজট দেখা যায় । মঙ্গলবার সকালেও অসহনীয় যানযটের কবলে পড়েন রাজধানীর বাসিন্দারা ।
বিশেষ করে বনানী এয়ারপোর্ট সড়ক , মিরপুর কালশী সড়ক , প্রগতি স্বরনী ও তিনশ ফিট সড়কে দীর্ঘ অসহনীয় যানযট দেখা যায় ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজট আরও তীব্র আকার ধারণ করে । দীর্ঘ যানজটের কবলে পরে সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন । ট্রাফিক নিয়ন্ত্রক সংস্থা বলছে এই যানযটের প্রভাব পড়েছে গাজীপুর এর টঙ্গি ব্রিজ হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক আলিগলিতেও । হঠাৎ কেন যানজট এত বাড়ল ,
এমন প্রশ্নের উত্তরে ট্রাফিক নিয়ন্ত্রন সংস্থা বলছে , গত কয়েকদিন টানা বৃষ্টিপাত ফলে জলাবদ্ধতা আর সড়কে নানা উন্নয়ন কাজ চলমান থাকায় এই যানযটের কারণ । তবে যানযট পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন সেবা সংস্থা ও সরকারি প্রকল্প সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে ।