তালাক দিয়ে ৩৫ বিলিয়ন ডলারের মালিক হবেন মেলিন্ডা গেটস!

0
5
bill and melinda gates

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা , বিশ্বধনী বিল গেটস তাঁর মৃত্যুর পরে সকল সহায় সম্পত্তি বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নামে উইল করে দিয়েছেন। তাঁর মৃত্যুর পরে প্রতিটা সন্তান ১০ মিলিয়ন ডলার করে পাবেন , স্ত্রীও পাবেন মাত্র ১০ মিলিয়ন ডলার । আমেরিকার আইনে স্বামী স্ত্রীর ডিভোর্স হলে বৈবাহিক কালীন সময়ে অর্জিত সকল নগদ অর্থ ও সম্পত্তির ৫০% হিসাবে পেয়ে থাকেন – স্বামী এবং স্ত্রী, অর্থাৎ অর্ধেক অর্ধেক ।
মানবিকতায় উদার স্বামী বিল গেটসের কামানো সম্পত্তি এতো সহজে ছেড়ে দেবেন মেলিন্ডা ?

না , হতেই পারেনা । তাই তালাক দিয়েছেন স্বামীকে। বিল গেটস জীবিত আছেন তাই সম্পত্তির অর্ধেক হিসাবে আমেরিকার আইন অনুযায়ী মেলিন্ডা গেটস পাবেন প্রায় ৩৫ বিলিয়ন ডলার । বিল গেটসের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলে পাবেন ১০ মিলিয়ন ডলার মাত্র !

তাহলে নগদ ৩৫ বিলিয়ন ডলার ভালো নাকি স্বামী মারা গেলে মাত্র ১০ মিলিয়ন ডলার ভালো ? ধূর্ত মহিলা মানবতার সেবাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জীবিত স্বামীকে তালাক দিয়ে বনে গেলেন অন্যতম বিলিয়নেয়ার ! অসহায় মানবতার সেবায় মেলিন্ডার মন কাঁদেনা , তিনি এখন ৩৫ বিলিয়ন ডলারের আশায় তালাক পাঠালেন বিল গেটসের কাছে ।

ব্যাস মিউচুয়াল ডিভোর্স । নারীদের প্ররোচনায় পৃথিবীর অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে তবে নারীর প্ররোচনায় কোন পুরুষ রাজা হয়েছে এমন ইতিহাস কোথাও আছে বলে আমি জানিনা ! তারপরেও নারীরা মায়ের জাত তাই “ সালাম আপনাদের ! ”