নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার হলেন খোদ প্রধানমন্ত্রী কেপি ওলি। দল বিরোধী কর্মকান্ডের দায়ে রোববার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
মূলত ওলি’কে সদস্যপদ থেকে বহিষ্কারের পেছনে এনসিপির আরেক অংশের নেতা মাধব নেপাল এবং পুষ্প কুমার দহল প্রচন্ডের ভুমিকা মূখ্য।
তাদের অভিযোগ ক্ষমতা কুখ্যিগত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ওলি’কে জবাব্দিহী করতে হবে বলে জানান প্রচন্ড।
নেপালে তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে কমিউনিস্ট পার্টি এবং এনসিপি। পাঁচ বছরের মেয়াদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন বলে চুক্তি ছিল। শর্ত অনুযায়ী প্রচন্ডকে দায়িত্ব হস্তান্তর করতে চাননি ওলি।