রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাত ১২ টার দিকে ওই রোগী মারা যান।
রক্তশূন্যতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে চলতি মাসের ১২ তারিখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মাহেলা বেগমকে। স্বজনদের দাবি ফিজিওথেরাপী দেয়ার সম চিকিৎসক রোগীর টিউমার ফাটিয়ে ফেলে। যা সিটিস্ক্যানে প্রমাণ মিলে।
পেশায় চিকিৎসক রোগীর এক স্বজন আরো দাবি করেন চিকিৎসকের ঘাফিলতির কারণেই তাদের রোগী মারা গেছে। তবে এ বিষ৯ইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায় নি।