বাংলাদেশসহ এশিয়ার কোন দেশ কতটা ভুক্তভোগী?

0
0


নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার কঠোর শুল্কনীতি থেকে ছাড় পায়নি বাংলাদেশসহ গোটা এশিয়া।

মোটা দাগে শুল্ক আরোপ হয়েছে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে শুরু করে ইরাক, শ্রীলঙ্কার মতো দেশগুলোর ওপরও।

আরও পড়ুন>>

দেখে নেওয়া যাক এশিয়ার দেশগুলোর মধ্যে কার ওপর কতটা শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র:

উত্তর কোরিয়া – ৫০ শতাংশ
রাশিয়া – ৫০ শতাংশ
কম্বোডিয়া – ৪৯ শতাংশ
লাওস – ৪৮ শতাংশ
ভিয়েতনাম – ৪৬ শতাংশ
মিয়ানমার (বার্মা) – ৪৪ শতাংশ
শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ
ইরাক – ৩৯ শতাংশ
বাংলাদেশ – ৩৭ শতাংশ
থাইল্যান্ড – ৩৬ শতাংশ
চীন – ৩৪ শতাংশ
ইন্দোনেশিয়া – ৩২ শতাংশ
তাইওয়ান – ৩২ শতাংশ
সুইজারল্যান্ড – ৩১ শতাংশ
নাউরু – ৩০ শতাংশ
পাকিস্তান – ২৯ শতাংশ
তিউনিসিয়া – ২৮ শতাংশ
কাজাখস্তান – ২৭ শতাংশ
ভারত – ২৬ শতাংশ
দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ
ব্রুনাই – ২৪ শতাংশ
মালয়েশিয়া – ২৪ শতাংশ
জাপান – ২৪ শতাংশ
ভানুয়াতু – ২২ শতাংশ
জর্ডান – ২০ শতাংশ
আফগানিস্তান – ১৮ শতাংশ
আজারবাইজান – ১০ শতাংশ
আর্মেনিয়া – ১০ শতাংশ
বাহরাইন – ১০ শতাংশ
মঙ্গোলিয়া – ১০ শতাংশ
ইরান – ১০ শতাংশ
ইয়েমেন – ১০ শতাংশ
সংযুক্ত আরব আমিরাত – ১০ শতাংশ
সৌদি আরব – ১০ শতাংশ
কাতার – ১০ শতাংশ
ওমান – ১০ শতাংশ
কুয়েত – ১০ শতাংশ
কিরগিজস্তান – ১০ শতাংশ
উজবেকিস্তান – ১০ শতাংশ
তুর্কমেনিস্তান – ১০ শতাংশ
তাজিকিস্তান – ১০ শতাংশ
সিঙ্গাপুর – ১০ শতাংশ
নেপাল – ১০ শতাংশ
ভুটান – ১০ শতাংশ
মালদ্বীপ – ১০ শতাংশ
জর্জিয়া – ১০ শতাংশ

মোট দেশ

এশিয়ার মোট ৪৮টি দেশের মধ্যে এই তালিকায় ৪৭টি দেশের নাম রয়েছে, নেই কেবল ফিলিস্তিন।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন

এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শুল্কহার ৫০ (উত্তর কোরিয়া এবং রাশিয়া) এবং সর্বনিম্ন ১০ (মালদ্বীপ, ভুটান, নেপালসহ আরও কিছু দেশ)।

বাংলাদেশ

বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার ৩৭ শতাংশ, যা এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে উচ্চ।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।