মৌলভীবাজারে এবার আয়োজিত হচ্ছে না সৈয়দ শাহ মোস্তফার মেলা | Moulvibazar

0
11

করোনা মহামারি সংক্রমণ প্রতিরোধে সিলেটের ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র:) এর ৬৮০তম ওরুস মোবারক উপলক্ষে সৈয়দ শাহ মোস্তফা দরগাহ প্রাঙ্গণে এ বছর হচ্ছে না মেলার আয়োজন ।

সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার শরিফের মোতায়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বছর করোনা মহামারির কারণে হচ্ছে না মেলার আয়োজন। ওরুস উপলক্ষে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে ।