নির্বাচনপূর্ব সহিংসতায় ঝিনইদহে এক কাউন্সিলর প্রার্থী’সহ দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, শৈলকুপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের সমর্থকদের সাথে প্রচারণার জেরে সংঘর্ষ হয় অপর প্রার্থী আলমগীর হোসেনের অনুসারীদের।
এ ঘটনায় নিহত হন শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত আলী বল্টু। তিন ঘন্টা পর প্রতিদ্বন্ধী আরেক কাউন্সিল প্রার্থী আলমগীর হোসেন খান বাবুর মরদেহ কুমার নদে ভাসতে দেখা যায়।
এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো কোনো মামলা হয় নি থানায়।