লন্ডনে মারা গেলেন মৌলভীবাজারের প্রথম সংসদ সদস্য তোয়াবুর রহিম | Moulvibazar

0
12
{"source_sid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1609613930654","subsource":"done_button","uid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1609613930632","source":"other","origin":"gallery"}

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (সিলেট ১৪ মৌলভীবাজার-রাজনগর-কমলগঞ্জ একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরদানকারী,বিশিস্ট রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিস্ট সহচর,বর্নাট্য জীবনের অধিকারী,আলহাজ্ব তোয়াবুর রহিম লন্ডনের চেরিংক্রস হাসপাতালে ৩১শে ডিসেম্বর ২০২০ রাত ৮টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা জঠিল রোগে ভোগছিলেন lসেই সাথে তিনি করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর।তিনি স্ত্রী,ছেলে,নাতি নাতনি,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব তোয়াবুর রহিম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরুতে রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মনসুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন l

পরবর্তীতে তিনি পূর্ব প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন গণ পরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৫ সালে আবার দেশে পাড়ি জমান এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের পক্ষে তিনি আবার সক্রিয় ভূমিকা পালন করেন l তিনি এলাকার শিক্ষাবিস্তা‌রে নির‌বি‌চ্ছিন্নভা‌বে আমৃত্যু অবদান রে‌খে গে‌ছেন।