মৌলভীবাজার থেকে কক্সবাজারের জন্য সরাসরি যাত্রা শ্যামলী পরিবহনে | Moulvibazar

0
21

এবার মৌলভীবাজার জেলায় শ্যামলী পরিবহনের নতুন গন্তব্য যুক্ত হলো যা সরাসরি কক্সবাজার যেতে পারবেন মৌলভীবাজার হতে ।

মৌলভীবাজার শ্যামলী পরিবহনের পরিচালক মোঃ সোহেল আহমদ জানান,এবার আর নয় বিরতি যাত্রী এবার হবে বিরতিহীন যাত্রা যা পৌছে দেবে সরাসরি গন্তব্য স্থানে।

১ জানুয়ারি রোজ শুক্রবার হতে এই যাত্রীটি আমরা শুরু করেছি । আশা করি যাত্রীরা এবার নিরাপদে এবংএবার মতো বিরতিহীন , নিশ্চিন্তভাবে হবে যাত্রা ।

সোহেল আহমেদ আরো ও বলেন, প্রতিদিন রাত ১০ টায় শ্যামলী পরিবহনের একটি বাস মৌলভীবাজার থেকে ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে ।আগামীতে যদি যাত্রী চাহিদা বাড়লে আরো দুটি বাসের ব্যবস্থা করে দেওয়া হবে কোম্পানি কর্তৃক ।