গবেষণায় উদ্বুদ্ধ করতে সারা দেশের শিক্ষার্থী নিয়ে জবিতে সিম্পোজিয়া

0
0


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন বিষয়ে গবেষণায় উদ্বুদ্ধ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় মিলনায়তনে আইইইই সিএস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ‘আইইইই সিএস বিডিসি সিম্পোজিয়াম ২০২৪’ শীর্ষক সিম্পোজিয়ামের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

সিম্পোজিয়ামের উদ্বোধনী দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী ৩টি সেশনে মোট ২২টি পেপার এবং সমাপনী দিনে ৮টি সেশনে ৬৯ টি পেপারসহ দুই দিনব্যাপী সিম্পোজিয়ামে মোট ৯১টি পেপার উপস্থাপন করেন।

চট্টগ্রাম থেকে আসা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাইরুজ নাহিয়ান বলেন,
দুদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসা অনেকগুলো টিম অংশগ্রহণ করেছিল। আমরা আমাদের টপিক ও অন্যদের পেপার থেকে অনেক ধারণা পেয়েছি।

এখানে সবগুলো সেশনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে উপস্থাপনার দক্ষতা অর্জন করেছি। আমি ফাইনাল ইয়ারের ছাত্রী। আমরা সহ অন্যান্যদের কাছে নতুন নতুন রিসার্চের ধারণা উন্মুক্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ ধরনের সিম্পোজিয়ামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন রকম উদ্ভাবন ও সহযোগিতামূলক গবেষণা বিনিময় হয়ে থাকে। আইটি বিষয়ক কমিউনিটির মাঝে উন্নত প্রযুক্তির জন্য আজকের অনুষ্ঠানটি উদাহরণ হয়ে থাকবে। একজন প্রকৌশলী, কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব ও সৃজনশীলতার মধ্য দিয়ে দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে আপনাদের অবদান রাখতে হবে।

সম্মানিত অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আজকের সিম্পোজিয়ামে অনেক ধরনের পেপার প্রেজেন্টিং হয়েছে। গবেষণানির্ভর এ পেপারগুলো কাগজে কলমে আটকে না রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের টেকনিক্যাল উন্নয়নে আমরা এগুলোর ব্যবহার করতে পারি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সিম্পোজিয়ামে কী-নোট স্পিকার হিসেবে ছিলেন পিএসসি’র সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরএএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।