টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের এলোপাতাড়ি ঢিল

0
0


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীদের কাছ থেকে চাহিদামতো টাকা না পেয়ে বাগবিতণ্ডার জেরে ট্রেনে এলোপাতাড়ি পাথর ছুড়েছে কয়েকজন হিজড়া। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকেন। যেসব যাত্রী তাদেরকে টাকা দিচ্ছিলেন না তাদের সঙ্গে অশালীন ব্যবহার শুরু করেন। এ নিয়ে ট্রেনের মধ্যে হিজড়া ও যাত্রীদের বাগবিতণ্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা প্ল্যাটফর্মের বদলে বিপরীত দিকে ট্রেন থেকে নেমে হামলা চালায়। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।

আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় যাত্রাবিরতি দেয়। ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।