কোভিড -১৯ এর বিরুদ্ধে গোপন অস্ত্র ডার্ক চকলেট , গ্রীণ টি ও ওয়াইন

0
9

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে অনেক বিশেষজ্ঞই নানা ধরনের খাবার খেতে পরামর্শ দিয়েছেন । তবে চিকিৎসকরা স্বাস্থ্যকর খাবার বেশি করে খেতে বলেছেন , যাতে করে মানুষের শরীরের রোধ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি পায় ।তবে এবার নতুন এক গবেষণায় , চকলেট এবং ওয়াইন খাবার পরামর্শ দেয়া হয়েছে ।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছে , ডার্ক চকলেট , গ্রীণ টি এবং ম্যাসকাডাইন আঙ্গুর , যা দিয়ে মূলত ওয়াইন তৈরি হয় , এসব খাবার কোভিড -১৯ এর বিরুদ্ধে গোপন অস্ত্র হতে পারে ।

গবেষণাপত্রে বলা হয় , এসব খাবারে এমন কিছু উপাদান রয়েছে , যা ভাইরাসকটিকে মেরে ফেলতে পারে । বিজ্ঞানীরা কোভিড ১৯ , সার্স ও কভ – টু এর ভাইরাসের ওপর রাসায়নিক পরীক্ষার পর তারা এসব খাদ্যের উপকারিতার কথা তুলে এনেছেন । এ ধরনের খাবার মানব শরীরে করোনাভাইরাসের বিস্তার বা অনুলিপি তৈরিকে রোধে করে ।