আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নভেম্বর মাসের শুরুতে দেশে ফিরে আসেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা সাকিবকে স্বাগত জানান তার সতীর্থ, ভক্ত সহ ক্রিকেট সংশ্লিষ্টরা।
মাঠে ফিরতে অনুশীলনও শুরু করেন সাকিব। বিসিবির ফিটনেস টেস্টে ছিলেন সবার শীর্ষে। প্লেয়ার ড্রাফটে সুযোগ পেয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দল জ্যামকন খুলনা নিজেদের টিমে লুফে নেয় সাকিবকে।
তবে দেশে আসার পর আরেকটি ঘটনা আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কলকাতার ঐতিহ্যবাহী এক মণ্ডপে কালীপূজা উদ্বোধনে রাজ্যটির বিশিষ্টজনদের সাথে অংশ নেন সাকিব আল হাসানও। যা সহজভাবে নেয় নি অনেকেই। বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয় সাকিবকে নিয়ে।
সেই ঘটনার প্রেক্ষিতে সাকিবকে হত্যার হুমকি দেয়ার একটি ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাতে মহসিন তালুকদার নামে সিলেটের এক বাসিন্দা লাইভে এসে নানা বিরূপ মন্তব্যের পর অস্ত্র উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন।
তবে কয়েকঘন্টার পর আবারো লাইভে এসে আগের মন্তব্যেরজন্য দুঃখ প্রকাশ করেন মহসিন তালুকদার। সেই সাথে সাকিবকে ক্ষমা চাইতে বলেন দেশবাসীর কাছে।
সাকিবকে হত্যার হুমকি দেয়া সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তাকে ধরতে চেষ্ঠা চলছে বলেও জানানো হয়েছে।
আরো পড়ুনঃ