বাবার নির্মম নির্যাতনে প্রাণ গেল মায়ের; অসহায় ছোট্ট শিশু

0
8

মায়ের আদর কেমন তা আর জানা হবে না তিন মাসের শিশু আহাদের। বাবার নির্যাতনে প্রাণ গেছে মা আসমার।

স্বজনরা জানান, দেড় বছর আগে সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মহব্বত আলী বিয়ে করেন আসমা খাতুনকে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করা হতো আসমাকে।

প্রথম দফায় দুই লাখ টাকা দেয়া হলেও দ্বিতীয় দফায় আরো তিন লাখ টাকা দাবি করে মহব্বত আলী। দরিদ্র বাবা টাকা দিতে না পারায় গত বৃহস্পতিবার গৃহবধূ আসমা খাতুনকে ব্যপক মারধর করে স্বামী।

পরে গুরুত্র অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাতে মারা যান আসমা। এ ঘটনায় স্বামী মহব্বত আলী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।


আরো পড়ুনঃ