রাজধানীর একটি হাসপাতালে মানসিক অসুস্থ্য এএসপিকে পিটিয়ে হত্যার

0
5
{"subsource":"done_button","uid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604994227520","source":"other","origin":"gallery","source_sid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604994227541"}

এবার রাজধানীর একটি হাসপাতালে মানসিক অসুস্থ্য পুলিশের এক এএসপিকে পিটিয়ে হত্যার অভিযােগ উঠেছে ওই হাসপাতালের কর্মচারিদের বিরুদ্ধে । শ্যামলীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে এই ঘটনা ঘটেছে । পরিবারের অভিযােগ , হাসপাতালের কর্মচারিরা পিটিয়ে তাকে হত্যা করেছে ।

সিসিটিভির ফুটেজেও তার সত্যতা মিলেছে । জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে , সােমবার সকালে আনিসুল করিম নামে ওই পুলিশ কর্মকর্তাকে মানসিক চিকিৎসার জন্য আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা ।

সিসিটিভি ফুটেজে দেখা যায় , চিকিৎসার নামে তাকে হাসপাতাল ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে চেপে ধরে মারধর করেন হাসপাতালের কর্মচারীরা । এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পরে তাকে দ্রুত হৃদরােগ ইন্সটিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন ।

পরিবারের অভিযােগ , তাকে পিটিয়ে হত্যা করেছে হাসপাতালের কর্মচারিরা । এই ঘটনায় মাইন্ড এইড হাসপাতালের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করেছে আদাবর থানা পুলিশ । আনিসুল করিম ৩১ তমবিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়ােগ পান । সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন ।