ডিজিটাল পোষ্ট ই-সেন্টার নির্মাণের নামে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা লোপাটের অভিযোগ ঊঠেছে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে। এই অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
তার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তের পর সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
সোমবার এই আদেশ জারি করা হয়। এর আগে দুর্নীতির অভিযোগ উঠার পর সুধাংশু শেখর ভদ্রকে ১ মাসের ছুটিতে পাঠানো হয়।