যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়াম

0
6

পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম যেকোনো সময় বন্ধ করে দিতে পারে ফিফা কর্তৃপক্ষ। এ বিষয়টি জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

ফুটবলারদের মানসম্মত সুবিধার অভাব ও স্টেডিয়ামের পারিপার্শ্বিক পরিবেশ না থাকায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা হারাতে পারে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি।

ফিফার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় এখনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা চালিয়ে যেতে পারছেন বলে জানান বাফুফের এই শীর্ষ কর্তা।

বাংলাদেশের প্রধান ফুটবল স্টেডিয়াম নানা অব্যবস্থাপনায় খেলার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠ ও গ্যালারীর বেহাল দশা। দর্শকদের বসার জায়গাও ভাঙ্গাচুরা। মাঠে বৃষ্টি হলে পানি জমে যায়। নেই ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা।

এসবের পরও দিনের পর দিন খেলা চলছে এই মাঠে। তবুও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। এভাবে চলতে থাকলে যেকোনো সময় এই ভেন্যুটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা বন্ধ করে দিতে পারে ফিফা কর্তৃপক্ষ।

মাঠ সংস্করণে গেল বছর প্রায় ১০০ কোটি টাকা বাজেট পেলেও তার কোনো বাস্তবায়ন এখনো করা হয় নি।