বিভিন্ন দেশের সামরিক বাহিনীর উজি অস্ত্র ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে । আইনি প্রক্রিয়া আর বিধি নিষেধ থাকার পরও কিভাবে এসব অস্ত্র বাংলাদেশে আসছে ? রযাবের মিডিয়া উইং পরিচালক বলছেন , অত্যাধুনিক এসব অস্ত্রের সার্বিক বিষয়গুলােতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে ।
বাড়ানাে হয়েছে গােয়েন্দা তৎপরতা ।পয়েন্ট থ্রি সেভেন ফাইভ , সিঙ্গেল ব্যারেল বন্দুক , রিপিটার সেমি অটো বন্দুক , পয়েন্ট টুটু , পয়েন্ট টু ফাইভ , পয়েন্ট থ্রি টু , সেভেন এমএম – এর মতাে আধুনিক অস্ত্র ।
বৈধভাবে এসব অস্ত্র বিক্রি করতে মেনে চলতে হয় আইনি প্রক্রিয়া । অস্ত্র বিক্রি করতে হলে কয়েক ধাপ অনুসরণ করতে হয় ।
বাৎসরিক কর , জেলা প্রসাশক , স্থানীয় থানা এমনকি মন্ত্রণালয় থেকে অনুমতির ছাড়পত্র পেলেই মেলে বৈধ অস্ত্রের লাইসেন্স । গেল ২০ আগস্ট মােহাম্মদপুর থেকে অত্যাধুনিক উজি পিস্তলসহ এক মাদক কারবারী আটক হওয়ার পর আলােচনায় আসে উজি অস্ত্র ।
আইন শৃঙ্খলা বাহিনী বলছে , পয়েন্ট টুটু বােরের লাইসেন্সধারীদের অনেকেই ভিন্ন কৌশল ব্যবহার করে উজি পিস্তল নিজেদের কাছে রাখছেন ।
অস্ত্র ব্যবসায়ীরা বলছেন , আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারেন ।
দাবি করেন , বৈধ ব্যবসায়ীদের কাছ থেকে উজি বিক্রি হচ্ছে না ।
আর আলােচিত অত্যাধুনিক উজি পিস্তল সম্পর্কে গােয়েন্দা নজরদারি বাড়ানাে হয়েছে বলে জানায় রযাব । এসব অস্ত্রের উৎস জানতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ।