চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি করে পালানোর সময় মারধরে নিহত ২

0
61


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় জনতার মারধরে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া কলেজ সংলগ্ন কলমুগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ছোট জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর কামার পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইয়াকুব (২২), ও আলমগীর (২৫)।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে চার্জার ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে আলমগীর ও ইয়াকুব। পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জামবাড়িয়ায় চারজন ছিনতাইকারী ছিনতাই করছিলেন। এ সময় এলাকাবাসীর মারধরে দুইজন নিহত হয়েছেন। বাকি দুইজন পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোহান মাহমুদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।