মহানবী (সঃ) কে অবমাননা ও মুসলমানদের প্রতি ফ্রান্সের প্রধামন্ত্রীর অপ্রীতিকর বক্তব্যের বিরুদ্ধে এবার সরব হয়েছে মুসলিম বিশ্ব।
আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বয়কট করা হয়েছে ফরাসী পণ্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কেট থেকে সরানো হচ্ছে ফ্রান্স থেকে আসা নিত্ত্য প্রয়োজনীয় জিনিস। এই কর্মসূচিতে সরাসরি সায় জানিয়েছে তুরস্ক ও পাকিস্তান। তবে এই কঠোর অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ম্যাকরন সরকার।
ফেইসবুক হ্যাশট্যাগেও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম এই আন্দোলনের সমরথন করেছেন। ইতিমধ্যে ফেইসবুকে বয়কট ফ্রান্স প্রোডাক্ট (#Boycott_French_Products) ও আমরা মোহাম্মদকে ভালোবাসি (#we_love_mohammad_ﷺ_challenge ) হ্যাশট্যাগ ফেইসবুক ট্রেন্ডিংয়ে চলে এসেছে। শ্রেণীকক্ষে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র দেখানোয় এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসলাম বিদ্বেষী মন্তব্য ব্যঙ্গচিত্র দেখানো সমর্থন করায় ক্ষোভে ফুঁসে উঠছে মুসলিম বিশ্ব।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পণ্য বয়কটের পাশাপাশি লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে।