ইসলাম ও প্রিয় মহানবীর অবমাননা সহ্য করা হবে না; তুরস্ক ও পাকিস্তানের হুঁশিয়ারি

0
4
Imran Khan & Erdogan

ফ্রান্স বিরোধী আন্দলনে ফুঁসছে গোটা মুসলিম বিশ্ব। এরই মধ্যে আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বয়কট করা হয়েছে ফরাসী পণ্য। তবে এই কঠোর অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ম্যাকরন সরকার। এ পরিস্থিতিতে তুরস্ক ও পাকিস্তানের হুঁশিয়ারি কোনোভাবেই ইসলাম ও প্রিয় মহানবীর অবমাননা সহ্য করা হবে না।

ফ্রান্সে এক শিক্ষক হত্যাকান্ডকে ইসলামী বিচ্ছিন্নতাবাদ আখ্যা দেয়ার পরই ম্যাকরন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলছে প্রতিবাদ আন্দোলন। জ্বালানো হচ্ছে প্রেসিডেন্টের ক্যশ পুত্তলিকা।

তার সাথে নতুন করে যুক্ত হলো ফরাসী পণ্য বর্জনের কর্মসূচি। আরব আর মধ্যপ্রাচ্যের মার্কেট থেকে সরানো হচ্ছে ফ্রান্স থেকে আসা নিত্ত্য প্রয়োজনীয় জিনিস। এই কর্মসূচিতে সরাসরি সায় জানিয়েছে তুরস্ক ও পাকিস্তান। দেশ দুটির বক্তব্য ইসলাম ও প্রিয় নবীর অবমাননা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

পণ্য বর্জনের সিদ্ধান্তকে ভিত্তিহীন বলছেন খোদ ফরাসী প্রেসিডেন্ট। টুইট বার্তায় তার দাবি শান্তি প্রতিষ্ঠায় সবার প্রচেষ্ঠার সম্মান রয়েছে ফ্রান্সের।