মসজিদে বিস্ফোরণে দায়ীদের নির্দোষ দেখিয়ে স্বপদে বহাল রেখেছে তিতাস

0
4

জমে থাকা গ্যাস, বৈদ্যুতিক সুইচের স্ফুলিঙ্গ পেয়ে নারায়ণগঞ্জের তল্লার বায়তুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এমন্টাই জানাচ্ছে।

তারা আরো জানিয়েছেন, স্ফুলিঙ্গটি তৈরী হয় বিদ্যুৎ চলে যাওয়ায় অবৈধ লাইনের কাটআওট পরিবর্তন করায়। আর নিয়ম না মেনে মসজিদের বর্ধিত অংশ নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত তিতাসের লাইন থেকে মসজিদের ভেতর গ্যাস জমে।

টাকা নিয়ে অবৈধ বিদ্যুৎ লাইন দেয়ায় ডিপিডিসির দুই জন, গ্যাসের ক্ষতিগ্রস্ত লাইন সাড়ানোর জন্য ঘুষ দাবি এবং দায়িত্বে অবহেলার কারণে তিতাসের আট জন এবং এসব অনিয়মে জড়িত থাকায় মসজিদ কমিটির ২৬ জনের দোষ পেয়েছে সিআইডি।

তবে বিভাগীয় তদন্তে ৪ প্রকৌশলী সহ নিজেদের ৮ জনকে এরই মধ্যে তিতাস নির্দোষ দেখিয়ে স্বপদে বহাল করলেও সিআইডি প্রধান বলছেন তাতে তাদের শেষ রক্ষা হচ্ছে না।

শীঘ্রই কম বেশি ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে বলেও জানিয়েছেন সিআইডি। গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লার বায়তুস সালাত মসজিদে এসি বিস্ফোরণে ৩৪ জন মুসল্লি নিহত হন।