বগুড়ায় অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম

0
7

বগুড়ায় অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে । শিশুটির লিঙ্গ কি তা বােঝা যাচ্ছে না । সােমবার রাতে শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই শিশুর জন্ম দেন । মা মিতু আক্তার ।

শিশুটির দুই পা একত্র অবস্থায় রয়েছে । তার পায়ু পথ কিংবা প্রস্রাবের স্থান নেই । চিকিৎসকরা জানান , শিশুর শরীরের নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শরীরের অন্য অঙ্গ – প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে ।

উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে ।