এখন থেকে নির্দিষ্ট সময়ে হবে পেশাদার ও বয়সভিত্তিক লিগ -কাজী সালাউদ্দিন

0
6
{"source_sid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1601876984132","subsource":"done_button","uid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1601876716530","source":"other","origin":"gallery"}

টানা চতুর্থবারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে চান কাজী সালাউদ্দিন । ফেডারশনের প্রশাসনিক দিক নিয়ে কাজ করার পাশাপাশি , নির্দিষ্ট সময়ে লিগ আয়ােজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । নির্বাচনে সর্বোচ্চ ৮৯ ভােট পেয়ে ১ নম্বর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান ।

এই সংগঠক জানিয়েছেন ফুটবল সংগঠক হিসেবে নিজের নতুন শুরুর কথা ।

নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভােটে হারিয়ে টানা চতুর্থবারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন । নতুন মেয়াদের প্রথম কার্যদিবসে নিজ দপ্তরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন । শুভাকাঙ্খিরা ।

চতুর্থবারের মত ফেডারেশনের দায়িত্ব নিয়ে নতুন উদ্যমে কাজ করতে চান কাজী সালাউদ্দিন । প্রশাসনিক কঠামাে সুসংঘত করে নির্দিষ্ট সময়ে পেশাদার লিগ আয়ােজনের পাশাপাশি নিয়মিত আরাে তিনটি লিগ আয়ােনের ঘােষণা দেন ।

বাফুফে সভাপতি । জেলা পর্যায়ে লিগ আয়ােজনের উপরও এবার গুরুত্বারােপ করেন কাজী সালাউদ্দিন ।

এদিকে , বাফুফে সভাপতিকে সার্বিক সহযােগিতার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সহ – সভাপতি ইমরুল হাসান । দেশের ফুটবলে ১২ বছরে যা হয়নি , আগামী চার বছরে করে তা দেখানাের মিশন এখন কাজী সালাউদ্দিনের সামনে ।