ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত । রােববার ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল -১ এর বিচারক এই রায় ঘােষণা করেন । এমন ঘটনা প্রতিরােধে- বাড়িতে গৃহকর্মী রাখার ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করতে বলেছেন আদালত ।
২০১৯ সালের ১০ ফেব্রুয়ারী এলিফেন্ট রােডের নিজ ফ্লাটে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী । ভূয়া ঠিকানা দিয়ে বাসায় কাজ নিয়ে তাকে খুন করে দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা ।
পালিয়ে যায় ২০ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা নিয়ে । সে ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলার রায় ঘােষণা হলাে রােববার ।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা । পর্যবেক্ষণে আদালত বলছেন , গৃহকর্মীদের দ্বারা অপরাধকর্মকাণ্ড বেড়েই চলছে । এসব এড়াতে নানা পদক্ষেপ নিতেও বলেছেন ।
রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ ।