বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, এই দেশের সরকার হবে জনগণ। জনগণের মত অনুযায়ী দেশ পরিচালিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ছাত্রনেতা সাইফুদ্দীন আহমেদের স্মরণ সভায় একথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারকে সহযোগিতা করছি করতে চায় বিএনপি।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি তাদের কারণে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা হবে। নিরপেক্ষ নির্ব্চন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে। যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।
তিনি আরও জানান, অবিলম্বে সাগর রুনির হত্যার বিচার করতে হবে। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে সেটা ধরে রাখতে হবে। যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে শহীদরা তাদের কথা মনে রেখে একত্রে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
/এএস