একাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফটের প্রথম রাউন্ডেই দল পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার ড্রাফটে তাকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স।
এর আগেও সিলেটে খেলেছেন মাশরাফী। নেতৃত্ব দিয়ে নকআউট পর্বে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
লিগের ইতিহাসে অন্যতম সফল অধিনায়কও ম্যাশ। টুর্নামেন্টের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন তিনি। ঢাকা, কুমিল্লা ও রংপুরের হয়ে জিতেছেন বিপিএল শিরোপা।
ড্রাফটের প্রথম রাউন্ডে মাশরাফীর পাশাপাশি দল পেয়েছেন জাতীয় দলের নিয়মিত কিছু মুখও। তাসকিনকে কিনে নিয়েছে দুর্বার রাজশাহী, অপরদিকে লিটনকে পেয়েছে ঢাকা ক্যাপিটালস। সেইসাথে দল পেয়েছেন সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল।
/এমএইচআর