মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় সংযুক্ত আরব আমিরাতে বিরুদ্ধে উঠেছিল নিন্দার জড়। এবার সেই পথে হাঁটল আরেক আরব দেশ বাহরাইন।
শুক্রবার বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খালিফা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সাথে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই সর্বোচ্চ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত জানিয়ে ৬ অনুচ্ছেদের একটি বিবৃতি প্রকাশ করা হয়।
টুইটে এসব তথ্য জানিয়ে একে ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি বলেন এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। বিশ্বের জন্য এই সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ।
এরপরই এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফিলিস্তিন বাহরাইনের সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকের ছুরকাঘাত হিসেবে আখ্যা দিয়েছে। আর দেশটির স্বাধীনতাকামী সংঘটন হামাস একে রাজনৈতিক পাপ হিসেবে অভিহিত করেছে।